রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ যুবক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে গাঁজাসহ মো. নান্নু (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার বেলা বেলা ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুচর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নান্নু ওই এলাকার মৃত মো. হাফেজ এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের বালুচর বাজার থেকে নান্নুকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৭, তারিখ ২৬ সেপ্টেম্বর।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গাঁজাসহ আটক হয়েছিল নান্নু। ওই সময় তাকে ভ্রাম্যমাণ আদালতে ১মাসের সাজা দেয়া হয়েছিল। জেল থেকে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় লিপ্ত হয় নান্নু।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।