রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » সাগরে জলদুস্যু নেছার মাঝির তান্ডবলীলা ॥ ১৫ জেলে আহত।। লালমোহন বিডিনিউজ
সাগরে জলদুস্যু নেছার মাঝির তান্ডবলীলা ॥ ১৫ জেলে আহত।। লালমোহন বিডিনিউজ
কামরুল সিকদার, চরফ্যাশন সামরাজ মৎস্য ঘাট থেকে ফিরে॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার এলাকার ‘জলদুস্যু নেছার মাঝি’ সামরাজ মৎস্য ঘাটের মোস্তাফা মাঝির ট্রলারের উপর হামলা করে মোস্তাফা মাঝির নৌকা ট্রলারটি সাগরে ডুবিয়ে দেয়। এতে ১৫জেলে সাগরে ভাসতে থাকে। ঘন্টা খানেক সাতারের পর তাদের ডাকচিৎকারে পাশবর্তী জেলে ট্রলার তাদের প্রত্যেক জেলেকে জীবিত অজ্ঞান অবস্থা উদ্ধার করে গতকাল শনিবার সকাল ১০টায় সামরাজ মৎসঘাটে পৌছায়। এতে ১৫জন জেলে আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪সেপ্টেম্বর)রাত সাড়ে ৮টায় দিকে টট্রগ্রামের কাছকাছি সাগরে এই হামলা শিকার হন মোস্তাফামাঝির নৌকা ট্রলারটি। আসলামপুর বেতুয়া ঘাটের ‘ছালাউদ্দিন মাঝি’ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে টট্রগ্রামের কাছকাছি সাগরে ইলিশ ধরতে যাই।হঠাৎ দেখতে পাই পেছন থেকে একটি নৌকা ট্রলার খুব গতিবেগে মোস্তাফা মাঝির জেলে ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়ে চলে যায়। মানুষগুলো নদীতে হাবুডুবু খাচ্ছে। দ্রুতবেগে তাদের কাছে এসে সাগর থেকে প্রত্যেক জেলেকে জীবিত উদ্ধার করি। নৌকার মালিক জাহাঙ্গীর মাঝি বলেন,ছালাউদ্দিন মাঝির নৌকা না থাকলে আমাদের লাশও পেতে না পরিবার। আমার নৌকা, জাল ইঞ্জিনসহ প্রায় ২৫লাখ টাকার মালামাল সাগরে ডুবে যায়। চেয়ারম্যান বাজার এলাকার নেছার মাঝি জলদুস্যুর মত আমাদেরকে সাগরে ডুবিযে মারতে চেয়েছে। ভাগ্যক্রমে পাশবর্তী নৌকা ট্রলারের মাঝিরা দেখতে পেয়ে আমাদেরকে সাগরে পালিয়ে নেছার মাঝির ট্রলারটি দ্রুত চলে যায়।আমরা প্রশাসনের কাছে ওই জলদুসু্যূ নেছার মাঝির কঠোর বিচারের দাবী করছি।
জেলে আকতার বলেন, আমি সাতার কেটে পাশবর্তী জেলে ট্রলার নুরনবী মাঝি নৌকা উঠতে চাইলে তারা নৌকা উঠা অপরগতা প্রকাশ করে। নুরনবী মাঝির নৌকার যোগসাজসে নেছার মাঝি আমাদের নৌকার উপর হামলা করে। সূত্রে জানা যায়, সাগরে জাল কাটা নিয়ে নেছার মাঝি মোস্তাফা মাঝির উপর হামলা করে।
সামরাজ মৎস্যঘাটের আড়ৎদার সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবদিন মিয়া বলেন, নেছার মাঝি যে ঘটনাটি ঘটিয়েছে তা সম্পন্ন অমানবিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।