সোমবার, ২৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলার জন্যই বিদেশি খুন: ডিএমপি কমিশনার
বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলার জন্যই বিদেশি খুন: ডিএমপি কমিশনার
লালমোহন বিডিনিউজ ,সাইফ বাবলু ঢাকা : বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করতে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক চাপে ফেলতেই কথিত বড় ভাইয়ের নির্দেশে ইতালি নাগিরক তাবেলা সিজারকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, একজন বিদেশিকে হত্যা করে দেশকে অস্থিতিশীল এবং আন্তর্জাতিক চালে ফেলতেই এখুনের উদ্দেশ্য। একজন কথিত বড় ভাইয়ের নির্দেশে টাকার বিনিময়ে খুনীরা তাবেলা সিজারকে হত্যা করেছে।
তিনি বলেন, আমরা এই কথিত বড় ভাইকে গ্রেফতারের চেষ্টা করছি। তাকে গ্রেফতার করতে পারলেই এঘটনার পেছনে আরো কারো জড়িত তাদেরকে বের করতে পারবো।
এঘটনার পেছনে কোনো প্রকার জঙ্গি সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।