বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মো. তৈয়ব উল্যাহ (তরিকুল) নামে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আজিজুল হক চৌকিদারের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মো. তৈয়ব উল্যাহ (তরিকুল) লালমোহন থানার ২০১৯সালের ডাকাতি মামলার এজাহারভুক্ত ১নাম্বার আসামি। জিআর মামলা নং-২৯৮/১৯।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার এসআই রাহাত ও এএসআই মোশাররফ গোপন সংবাদের ভিত্তিতে আসামি কে গ্রেপ্তার করেন। এলাকায় চুরি-ডাকাতি রোধে এসব আসামিকে গ্রেপ্তারে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ।