মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » জলবায়ু পরিবর্তন; বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা পালনে প্রধানমন্ত্রীর আহবান || লালমোহন বিডিনিউজ
জলবায়ু পরিবর্তন; বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা পালনে প্রধানমন্ত্রীর আহবান || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক নেতৃবৃন্দের এক রুদ্ধদ্বার বৈঠকে ছয়টি সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বক্তব্য রাখেন।
শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। তিনি উন্নত দেশগুলো থেকে বার্ষিক ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল আদায়ের ওপরও জোর দেন।
এর আগে, জাতিসংঘের বাগানে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।