শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার জাদুতে এদেশ বদলে গেছে- চরফ্যাশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার জাদুতে এদেশ বদলে গেছে- চরফ্যাশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি বলেছেন, শেখ হাসিনার জাদুতে এদেশ বদলে গেছে। দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
একজন কৃষক ধানের পোকার ছবি করে ব্লক সুপার ভাইজারের মাধ্যমে তা প্রতিরোধ করতে সক্ষম হয়। দেশ বিদেশ থেকে টাকার প্রয়োজন হলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে টাকা আনা হয়। উন্নয়নের জন্যে আওয়ামীলীগের বিকল্প নেই।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বাসভবন চত্বরে ভোলা জেলা প্রেসক্লাব ও চরফ্যাশন প্রেসক্লাব এর ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ও বজ্রগোপাল টাউন হলে অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় পৃথক পৃথক অনুষ্ঠানে তিনি এই সব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধিনে।
বিএনপি নেতাকর্মীদেরকে উদ্দ্যেশ্য করে ড.হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা এলাকায় আসেনা।
নির্বাচন আসলে অতিথি পাখির মত এলাকায় এসে ভোটচায়। আপনারা কোন অতিথি পাখিকে ভোট দিবেননা। বারবার দরকার শেখ হাসিনা সরকার। উন্নয়নের জন্যে জ্যাকবকেও এমপি হিসাবে দরকার
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
চরফ্যাশন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিক-ই- এলাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি,ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,সম্পাদক অমিতাব অপু, চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন প্রমুখ উপস্থিত ছিলেন।