শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের ৫০ লাখ টিকা ॥ লালমোহন বিডিনিউজ
দেশে এসে পৌঁছেছে সিনোফার্মের ৫০ লাখ টিকা ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে এসে পৌঁছেছে চীনের সিনোফার্ম-এর আরও ৫০ লাখ ডোজ টিকা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রথম প্রহরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে ১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় পৌঁছায়। এই সময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করে কোল্ড স্টোরেজে পাঠিয়ে দিয়েছেন।
তিনি আরও জানান, টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকো’র ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এনিয়ে সব মিলিয়ে চীনের তৈরি সিনোফার্ম-এর করোনা ভ্যাকসিনের মোট দুই কোটি ৪৯ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। মোট তিন কোটি ডোজ টিকা কিনতে সিনোফার্ম-এর সংগে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। এছাড়া কোভ্যাক্সের আওতায়ও সিনোফার্ম-এর টিকা বিনামূল্যে পাচ্ছে বাংলাদেশ।