শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এমপি শাওনের আরোগ্য কামনায় পৌর ছাত্রলীগের দোয়া মাহফিল ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে এমপি শাওনের আরোগ্য কামনায় পৌর ছাত্রলীগের দোয়া মাহফিল ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এর সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আসরবাদ লালমোহন পৌরসভা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পৌরসভা ছাত্রলীগের আহবায়ক ভিপি রাসেল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক অভি হাসান এর সঞ্চালনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, পৌরছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন জীবন, রাকিবুল হাসান রকি, সোহেল সিকদারসহ পৌরছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি মাও. শাহে আলম।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার বাসায় ফিরেন তিনি।