রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের ১৪তম শাখার উদ্বোধন
ভোলার চরফ্যাশনে মধুমতি ব্যাংকের ১৪তম শাখার উদ্বোধন
ভোলা সংবাদদাতা: ভোলার চরফ্যাশনে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মধুমতি ব্যাংকের ১৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ মার্কেটে ব্যাংকের উদ্বোধন করেন বন ও পরিবেশ উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনার শুরুতে ফ্যাশন স্কয়ারে সাংস্কৃতিক সংগঠন মালঞ্চ নাট্যম, শ্রাবনী খেলাঘর আসর ও দেশ থিয়েটারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মধুমতি ব্যাংক’র বোর্ড অব ডিরেক্টর মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মধুমতি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, ডিরেক্টর সালাউদ্দিন আলমগীর, চেয়ারম্যান রিক্স ম্যানেজমেন্ট মোস্তফা কামাল, সিইও মিজানুর রহমান, চিত্র নায়ক আলমগীর, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ।
বক্তারা বলেন, মধুমতি ব্যাংক মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করবে। দেশের অর্থনীতিতে ব্যাংকটি বিশেষ ভূমিকা পালন করবে জানিয়ে বক্তারা বলেন, ব্যবসা বানিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একদিন দেশ উন্নত দেশে পরিনত হবে।
বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি দেশকে দাবিয়ে রাখতে পারবেনা।
দেশে এখন মাতৃ ও শিশু মৃত্যু হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী দিন বদলের সনদ বাস্তবায়নের পথে, আগামী ৬ মাসের মধ্যে নি¤œবৃত্ত থেকে মধ্যবৃত্ত রাষ্ট্রে পরিনত হবে।
এ সময় উপ-মন্ত্রী বলেন, উন্নয়নের মাধ্যমে সুইজারল্যান্ডের মত চরফ্যাশন উপজেলাকে উন্নশীল উপজেলায় পরিনত করা হবে। অনুষ্ঠানের উপস্থাপনা করেন, চরফ্যাশন প্রেসক্লাব সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র।
এরআগে ৩টি হ্যালিকাপ্টারযোগে অতিথি’রা চরফ্যাশনের ডিবি স্কুল মাঠে অবতরন করলে স্থানীয় নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান।