বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » সেই চিত্তরঞ্জন দাসকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার ॥ লালমোহন বিডিনিউজ
সেই চিত্তরঞ্জন দাসকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- জানতে চেয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে শোকজ নোটিশও দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে চিত্তরঞ্জন দাসকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হলো।
এর আগে, চিত্ত রঞ্জন দাসের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এরপর ভুক্তভোগী ওই নারী গত ১১ সেপ্টেম্বর সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে নিজের দিকে ডাকছেন চিত্তরঞ্জন দাস। ওই তরুণীকে কাছে টেনে বারবার তাকে জড়িয়ে ধরছেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মুখরোচক আলোচনার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর পরপরই ওই নারী আইনের আশ্রয় নেন।