বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল।। লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের সুস্থতা কামনায় লালমোহনে স্বেচ্ছাসেবকলীগের দোয়া মাহফিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর আশু রোগমুক্তি কামনায় লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম।
পরে এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদার, যুগ্ম আহবায়ক ও পৌর ১২নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন ফরাজী, আবুল হাসনাইন রনিসহ উপজেলা ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। ওই হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ বুধবার বাসায় ফিরেন তিনি।