বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বোরাকের চাপায় শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহনে বোরাকের চাপায় শিশুর মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে অটোরিক্সার (বোরাক) নিচে চাপা পড়ে আঃ আহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলা চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাহাদুর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আঃ আহাদ ওই এলাকার পানা উল্লাহ হাওলাদার বাড়ির মুদি ব্যবসায়ী মো. ইলিয়াছের ছেলে।
শিশুটির বাবা ইলিয়াছ জানায়, সকালে ছেলের সাথে একসাথে ভাত খেয়ে শিশু ছেলে ও তার দাদা অহিদুর রহমান হাওলাদারকে নিয়ে লালমোহন বাজারে যান। সেখান থেকে বাড়ির জন্য দৈনন্দিন বাজার করে দাদা-নাতিকে অটোরিক্সাযোগে বাড়িতে পাঠিয়ে দেন।
এদিকে বাড়ির সামনে এসে অটো থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন দাদা, আর রাস্তার পেরিয়ে বাড়ির দিকে রওয়ানা হয় শিশুটি। এমন সময় একইদিক থেকে আসা আরেকটি অটোরিক্সা এসে শিশুটিকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ থানায় নিয়ে আসে।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম বইছে।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাই শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।