মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » বরিশাল | বিভাগের খবর | ভোলা | লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাত্র এক শিক্ষিকায় চলছে পাঁচ শ্রেণির পাঠদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাত্র এক শিক্ষিকায় চলছে পাঁচ শ্রেণির পাঠদান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারখালী গ্রামে অবস্থিত “১৬৩ নং কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়”।
১৯৯১ সালে স্থাপিত ও ২০১৩ সালে জাতীয়করণকৃত এ বিদ্যালয়টিতে বর্তমানে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২৪জন শিক্ষার্থীর পাঠদানের ভরসা মাত্র একজন শিক্ষিকা।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল থেকে একজন প্রধান শিক্ষক ও ৩ জন সহাকারী ছিলেন। তবে পর্যায়ক্রমে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ একে একে তিনজন শিক্ষক অবসর গ্রহণ করেন, বাকি রয়ে গেছেন কাজল রেখা নামে শুধু একজন শিক্ষিকা। পরে ২০২১ সালের ১ জানুয়ারী ওই কাজল রেখা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্বভার গ্রহণ করেন।
এরপর থেকে পুরো বিদ্যালয়ের ৫টি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্বের পাশাপাশি বিদ্যালয়ের অফিসিয়ালি যাবতীয় দায়িত্ব আসে তার কাঁধে। একাই সবকিছু করলেও বিদ্যালয়টি পরিস্কার পরিচ্ছন্নও তাকেই করতে হয়। কারণ বিদ্যালয়টিতে নেই চতূর্থ শ্রেণির কোনও কর্মচারী।
এর মধ্যে করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার পর পুরো বিদ্যালয়ের পাঁচ শ্রেণির শিক্ষার্থীদের একাই পাঠদান করাতে হচ্ছে কাজল রেখাকে। এতে করে চরম বিপত্তিতে পড়েছেন তিনি।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, একজন শিক্ষিকা দিয়ে পুরো স্কুলের এত শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব না। এতে করে একদিকে শিক্ষিকার উপর যেমন মানসিক চাপ সৃষ্টি হয়, অপরদিকে শিক্ষার্থীদেরও পাঠদানে ব্যাঘাত ঘটে। তাই অতি দ্রুত বিদ্যালয়ে আরও শিক্ষক বাড়ানোর দাবি তাদের।
বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কাজল রেখা বলেন, বিদ্যালয়ের এত শিক্ষার্থীকে এক পাঠদান করানো অনেক কষ্টসাধ্য। যদিও এখন করোনার কারণে দুই তিন শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হয়, তাও একা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যালয়ে আরও শিক্ষক পদায়ন করা প্রয়োজন।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তারুজ্জামান মিলন বলেন, আগে বিষয়টি জানাছিল না, এখন জেনেছি। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে।