মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ধর্ম-কর্ম | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » এমপি শাওনের সুস্থতা কামনায় ক্রীড়া সংস্থার দোয়া মোনাজাত ॥ লালমোহন বিডিনিউজ
এমপি শাওনের সুস্থতা কামনায় ক্রীড়া সংস্থার দোয়া মোনাজাত ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর লালমোহন ক্রীড়া সংস্থার আয়োজনে পৌরভবন সংলগ্ন শামসুল উলুম ক্বওমী মাদ্রাসা মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি মিজানুর রহমান।
দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহাদুল ইসলাম সুজন, রাহাত আনোয়ার, ইশতিয়াক রাকিব, ফুটবলার মো. আজাদ, তানভীর, ক্রীকেটার জাকিরসহ সংগঠনটির সদস্যরা।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা জনিত কারণে গত শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। বর্তমানে ওই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।