
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ॥ লালমোহন বিডিনিউজ
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।
পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলে এরই মধ্যে বিরাজ করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। রবিবার থেকেই জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও পার্শ্ববর্তী দ্বীপ ও চরের নিচু অঞ্চল জলোচ্ছ্বাসের প্রভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।