সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় আরও ৪১ জনের মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
করোনায় আরও ৪১ জনের মৃত্যু ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে।
এছাড়াও একই সময়ে সারা দেশে ৮০৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও এক হাজার ৯৫৩ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে দাঁড়ালো।
সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।