রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » করোনার পাশাপাশি ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহবান শিক্ষামন্ত্রীর॥ লালমোহন বিডিনিউজ
করোনার পাশাপাশি ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহবান শিক্ষামন্ত্রীর॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মহামারি করোনার পাশাপাশি সবাইকে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শন শেষে এমন আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন স্কুলের কোথাও যেন ময়লা-আবর্জনা না থাকে সেদিকে খেয়াল করবেন।
ডা. দীপু মনি আরও বলেন,’অবহেলা জনিত কারণে যদি দীর্ঘ দিন ময়লা আবর্জনা জমে থাকে আর সেটা ক্ষতির কারণ হয়, তবে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন, সে আমরা স্কুলের কর্মকর্তা বা শিক্ষক-শিক্ষিকা হন, বা আমার শিক্ষা অধিদপ্তরের যেই হন, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’