শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » মানিকগঞ্জে মাথায় গাছ পড়ে প্রাণ গেলো কৃষকের ॥ লালমোহন বিডিনিউজ
মানিকগঞ্জে মাথায় গাছ পড়ে প্রাণ গেলো কৃষকের ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মানিকগঞ্জ সদর উপজেলায় মাথায় গাছ পড়ে তারুন্দি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গড়পাড়া রানাদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তারুন্দি ওই গ্রামের মৃত আহিদা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নাজমীন নাহার আম্বিয়া জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে ছেলে তারিকুর রহমানকে সাথে নিয়ে একটি গাছ কাটতে যান তারুন্দি মিয়া। ছেলে গাছ কাটছিলেন আর বাবা গাছের পাশে দাড়িয়ে ছিল।
এসময় হঠাৎ করে গাছটি তারুন্দি মিয়ার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।