শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » দেশে আসলাে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ॥ লালমোহন বিডিনিউজ
দেশে আসলাে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ॥ লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে এসেছে চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনার টিকা।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। পরে সেগুলো স্টোরেজে পাঠিয়ে দেয়া হয়।
গত ৩রা জুলাই বাণিজ্যিক চালান শুরুর পর এটি হলো বাংলাদেশে সিনোফার্মের টিকার ষষ্ঠ চালান। চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের সঙ্গে বাংলাদেশ সাড়ে সাত কোটি টিকা কেনার চুক্তি করেছে। এ পর্যন্ত সিনোফার্মের করোনাভাইরাসের ১ কোটি ৩৬ লাখ টিকা দেশে এসেছে। এ ছাড়া কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে ৪০ লাখ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন।এর আগে চীন সরকার উপহার হিসেবে পাওয়া গেছে আরও ২১ লাখ সিনোফার্মের টিকা।
এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসে চীন থেকে দুই কোটি ডোজ করোনার টিকা আসবে। এ মাসে এমন চারটি শিডিউল রয়েছে। এখন থেকে আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে আসবে। এসব টিকা পাওয়ার সঙ্গে সঙ্গে টিকা কার্যক্রম জোরদার করা হবে বলে জানান তিনি।