রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » শুরু হলো বাংলাদেশ-ভারত বিমান চলাচল || লালমোহন বিডিনিউজ
শুরু হলো বাংলাদেশ-ভারত বিমান চলাচল || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় চার মাস পর শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে ফ্লাইট চলাচল।
রবিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ১৩৫ জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউএস বাংলার একটি ফ্লাইট।
বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। আজ ভারতে যাবে আরও দুইটি ফ্লাইট, সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে তিনটি ফ্লাইটের।
বেবিচক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। ভারত ও বাংলাদেশের এয়ারলাইনগুলো সপ্তাহে সাতটি করে ফ্লাইট পরিচালনা করবে।
বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।