শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ভারতে হরিয়ানার আইসিইউতে তোফায়েল আহমেদ ।। লালমোহন বিডিনিউজ
ভারতে হরিয়ানার আইসিইউতে তোফায়েল আহমেদ ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবীদ তোফায়েল আহমেদ নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছে। গতকাল শুক্রবার (৩ আগস্ট) চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয় তাকে। সেখান থেকে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন তিনি।
হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. অরুণ গার্গ বলেছেন, তার অবস্থা স্থিতিশীল। আমরা তাকে আরও পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রেখেছি।
তোফায়েলকে পরীক্ষা নিরীক্ষা করে কিছু মেডিকেল চেক-আপের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অরুণ গার্গ আরও বলেন, দুশ্চিন্তার কিছু নেই, আশা করি আগামীকালের মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক হলে তাকে কেবিনে পাঠাতে পারব।