
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে তৃণমূল পর্যায়ের দলীয় কার্যক্রম কে আরও সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করার লক্ষে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা ৮নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে দুই উপজেলার সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
আজ ৮নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকগণ দলীয় সদস্য ফরম পূরণ করেন।
পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক কামরুল ইসলাম মাজেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল ও আবদুল খালেক সওদাগরসহ ফরম পূরণে আগ্রহী সদস্যগণ।