বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম’র মায়ের ইন্তেকালঃ এমপি শাওনের শোক।। লালমোহন বিডিনিউজ
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম’র মায়ের ইন্তেকালঃ এমপি শাওনের শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশল (পিডব্লিউডি) সমিতি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এর মা মেহের আযজুন বেগম (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন তিনি। মেহের আযজুন বেগম লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ গ্রামের মরহুম মৌলানা মোঃ শহিদুল ইসলামের স্ত্রী।
মৃত্যুকালে তাঁর ছয় ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এক শোকবার্তায় এমপি শাওন বলেন, গত সাপ্তাহে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এর বাবা মারা গেলেন। আজ তাহার মাও চলে গেলেন না ফেরার দেশে। বিষয়টি মেনে নিতে খুব কষ্ট হয়। যতটুকু জানতে পেরেছি তাহার মা অত্যন্ত মহিয়সী ও ঈমানদার একজন নারী ছিলেন। মহান আল্লাহ মরহুমা কে জান্নাতবাসী করুন। আমিন….