মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ঘুমন্তবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ঘুমন্তবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্তবস্থায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন এক গৃহবধূ।
রবিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় জেলে রুবেলের স্ত্রী ও দুই সন্তানের জননী। এ ঘটনায় লালমোহন থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ। মামলা নং-২১, তারিখ ৩১ আগস্ট ২০২১।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানায়, গত ৬ দিন আগে তার স্বামী নদীতে মাছ ধরতে গেলে ছোট ছোট দুই সন্তানকে নিয়ে একা ঘরে ঘুমাতেন তিনি। এ সুযোগে রবিবার রাত আনুমানিক ১টার দিকে ছুরির সাহায্যে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে একই এলাকার জব্বারের ছেলে মো. রাকিব। ওই সময় গৃহবধূকে ঘুমন্তবস্থায় ধর্ষণ করে রাকিব। পরে ধস্তাধস্তিতে সজাগ হলে ধর্ষণের আলামত দেখেন তিনি। এসময় গৃবধূর ডাক চিৎকার দিলে তার শ্বশুর মোশারেফ হোসেন ছুটে আসলে রাকিব পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত রাকিবের কঠিন শাস্তির দাবি জানান ওই গৃহবধূ।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, রাকিব নিজেও বিবাহিত এবং দুই সন্তানের জনক। এর আগেও এলাকায় একাধিক ঘটনা ঘটিয়েছিল সে। ওইসব ঘটনা স্থানীয়ভাবে দফারফা হওয়ায় সে প্রায়ই এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের । তাই অভিযুক্ত রাকিবের কঠিন বিচারের দাবি জানিয়েছেন তারাও।
ছেলের এমন কর্মকাণ্ডে বিরক্ত রাকিবের মাও, তাই তিনিও ক্ষোভ প্রকাশ করে ছেলের উপযুক্ত বিচারের দাবি করেন।
এদিকে গৃহবধূকে ধর্ষণের বিষয়ে জানতে রাকিবকে খোঁজ করলেও সে নদীতে যাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি ঘটনায় থানায় অভিযোগ পরবর্তী মামলা হয়েছে, অভিযুক্ত রাকিবকে আটকের চেষ্টা চলছে।