
শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফলের দামে কাগজের ঠোঙা! ব্যবসায়ীকে সতর্ক করলেন ইউএনও ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ফলের দামে কাগজের ঠোঙা! ব্যবসায়ীকে সতর্ক করলেন ইউএনও ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ফল বিক্রেতারা বিক্রিত ফল প্যাকেটের জন্য কাগজের তৈরি ঠোঙার ব্যবহার করেন। এতে খদ্দেরদের বহনে সুবিধা হয়। আর যদি বিনামূল্যে পাওয়া ঠোঙার দাম দিতে হয় ৪০/৪৫ টাকা!
হ্যাঁ, খদ্দেরদের কে এমন সুবিধা দেয়ার আড়ালে প্রতিনিয়ত ঠকাচ্ছে ফল বিক্রেতারা।
শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় লালমোহন থানার মোড় এলাকার অভিযানকালে ফল বিক্রেতা কর্তৃক খদ্দেরদের ঠকানোর এ বিষয়টি আবিস্কার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা।
অভিযানকালে দেখা যায়, একটি ঠোঙার ওজন প্রায় সোয়া শত গ্রাম। এসময় দােকানী জানান, ঠোঙায় পুরে কেজি সাড়ে তিনশত টাকায় আঙ্গুর বিক্রি করেন তিনি। এতে একটি ঠোঙার দাম পরে প্রায় ৪০/৪৫ টাকা।
এসময় দোকানীকে ভবিষ্যতে এমনটা দেখা গেলে দণ্ড দেয়া হবে বলে সতর্ক করেন ইউএনও।
এর আগে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১৩ জনকে ৪৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
পরে রাতে পৌর শহরের ৫নং ওয়ার্ডে করোনা আক্রান্তের বাড়িতে ফল ও খাদ্য সামগ্রী নিয়ে যান ইউএনও পল্লব কুমার হাজরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ শহীদুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা।