শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ঘটনাটি ছিল সুপরিকল্পিত-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ঘটনাটি ছিল সুপরিকল্পিত-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। ওই হত্যাকণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন জেনারেল জিয়া। ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনাটি ছিল সুপরিকল্পিত।
বিকালে কোতোয়ালি থানা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানা আওয়ামীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আকবর বাবলা,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগে সভাপতি মেহেদী হাসান, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান মিয়াজীসহ আরো আনেকে।