শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কালমা ও বদরপুরের কয়েকশ বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
লালমোহনে কালমা ও বদরপুরের কয়েকশ বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান
লালমোহন বিডিনিউজ ,মিজানুর রহমান লিপু লালমোহন : লালমোহনে কয়েকশ বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। গত শুক্রবার বিকেল পাঁচ টায় বদরপুর ইউনিয়নের নাজিরপুর মাদ্রসা মাঠে প্রধান অতিথি ভোলা -৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের হাত ধরে ৫নং ওয়ার্ডের অহিদূল্ল্যাহ আফছার, ফকরুল জমাদার,নাছির হাওলাদার রফিকুল ইসলাম,খোকন, ৩ নং ওয়ার্ডের,খোরশেদ, তরিকুল ইসলাম, নজির আহন,৬নং ওয়ার্ডের রফিজল, ৭ নং ওয়াডেৃর সাইদুল ইসলাম,আবু তাহের,ইউনুছ তোরাব,মিজান উদ্দিন, ৮ নং ওয়ার্ডের আলমগীর বেপারী,মনির মৃর্ধা,মোতাহার সর্দার,সাহেআলম, নিরব,ফজলু, জাকির শাহাবুদ্দিন, মিরাজ সহ সহ প্রায় ২শ নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন। এছাড়াও সকাল ১০ টায় কালমা ফরাজী বাজারের হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কালমা ইউনিয়নের প্রায় একশত নেতাকর্মী এমপির হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইচ চেয়ারম্যান ফকরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামিীলীগের যুগ্ন সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সম্পাদক সফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, উপজেলা যুবলীগ সম্পাদক আবুল হাসান রিমন, বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান জাফর আহমেদ,মোস্তাফিজ মুসলমান। অনুষ্ঠানে বদরপুর দক্ষিনের সভাপতি ফরিদ তালুকদার, সম্পাদক কাশেম মুসলমান, উত্তরের সম্পাদক ফরাদ মিয়া,সাংগঠনিক সম্পাদক সেকান্দর হাওলাদার ,হাবিব হাওলাদার ,আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন , কাশেম গনি , উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান লিপু, ইউনিয়ন যুবলীগের দক্ষিনের সভাপতি কামাল, উত্তরের সভাপতি আকবর হোসেন, সম্পাদক আসাদ মেলকার সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন ।