বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বে কখনও বিশ্বাস করেনি’-প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
‘জিয়াউর রহমান বাংলাদেশের অস্তিত্বে কখনও বিশ্বাস করেনি’-প্রধানমন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জিয়াউর রহমান কখনও বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর না থাকলেও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন জাতির পিতা, তাকে কেউ হত্যা করতে পারে তিনি কখনও কল্পনা করেননি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভিতরের লোক মন্ত্রিসভার সদস্যরাই জাতির পিতার হত্যাকাণ্ডে জড়িত ছিল। এমনকি ১৫ আগস্ট সেনাবাহিনীও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেনি।’
সরকার প্রধান আরও জানান, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের করব নেই, তবুও বিশৃঙ্খলা তৈরি করতেই সেখানে গিয়ে নানাধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছে বিএনপি।
করোনা মহামারিতে সৃষ্ট সংকটে নানা দল নানা কথা বললেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে শুধু আওয়ামী লীগ। জাতির পিতার আদর্শ নিয়ে উন্নয়নশীল দেশে থকে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ- সে লক্ষ্য নিয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।