বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের পশ্চিম চরউমেদে ছাত্রলীগের বৃক্ষরোপণ || লালমোহন বিডিনিউজ
লালমোহনের পশ্চিম চরউমেদে ছাত্রলীগের বৃক্ষরোপণ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়। ওই ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে ও বিদ্যালয়ের চত্বরে নিম, মেহগনিসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ করেন তারা।
“নতুন প্রজন্মমের কাছে বৃক্ষরোপণের গুরুত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ এ কর্মসূচী পালন করা হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সামাদ আজাদ জুলফিকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যগ্ন সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী, পশ্চিম চরউমেদ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাকিল ব্যাপারী, সাধারণ সম্পাদক শাকিল ফরাজী, জুনায়েদ দুলাল, আলাউদ্দিন খানসহ আরো অনেকে।