বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | যশোর | রংপুর | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ | সিলেট | স্বাস্থ্য » দেশের ২১ জেলায় করোনা ও উপসর্গে ৭২ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
দেশের ২১ জেলায় করোনা ও উপসর্গে ৭২ জনের মৃত্যু || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের ২১ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭২ জন মারা গেছেন।
খুলনা বিভাগে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনায় ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন ও যশোরে ৪ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এরমধ্যে ময়মনসিংহের ৯ জন, শেরপুরে ২ জন ও জামালপুরের ১ জন রয়েছেন।
এদিকে, রাজশাহী বিভাগে মারা গেছেন ৭ জন। এরমধ্যে রাজশাহীর ৪ জন, নওগাঁর ২ জন ও নাটোরের একজন রয়েছেন। মৃতদের মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৯ জন সিলেট জেলার এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
অন্যদিকে, রংপুর বিভাগে করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং রংপুর ও লালমনিরহাটের ২ জন করে রয়েছেন। আর বরিশাল বিভাগে মারা যাওয়া ৫ জনের সবাই বরিশালের বাসিন্দা। এরমধ্যে ২ জন করোনা আক্রান্ত ছিলেন বাকিরা উপসর্গে মারা গেছেন।
এছাড়া, করোনা ও উপসর্গে চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। এরমধ্যে চট্টগ্রামে ৩ জনসহ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনীতে ১২ জন মারা গেছেন।
তাছাড়া, ফরিদপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।