মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৯৯৯এ কল দিয়ে বিয়ে থেকে রক্ষা কিশোরীর।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৯৯৯এ কল দিয়ে বিয়ে থেকে রক্ষা কিশোরীর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেয়েছে ভোলার লালমোহনের এক কিশোরী।
সোমবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ৯৯৯এ কল দেয় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর কিশোরী মেয়ে।
পরে রাতেই ওই বাড়িতে গিয়ে কিশোরীকে উদ্ধারপূর্বক তার বাবা-মাকে থানায় নিয়ে আসে পুলিশ।
জানা যায়, রিকশা চালক নুরনবীর মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার বিকেলে মেয়েকে দেখতে তার বাড়িতে আসে পাত্র পক্ষ। রাতেই বিয়ের সম্ভাবনা ছিল, তাই বাল্যবিয়ে থেকে বাঁচতে জরুরি সেবা ৯৯৯এ কল দেয় ওই ছাত্রী। পরে লালমোহন থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে, সাথে তার বাবা-মাকেও।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে বিয়ের কোনও কার্যক্রম দেখা যায়নি। তবুও কিশোরীকেসহ তার বাবা-মাকেও থানায় আনা হয়েছে। বাল্যবিয়ে না দেয়ার শর্তে স্থানীয় জনপ্রতিনিধির কাছে তাদেরকে তুলে দেয়া হবে।