রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনায় প্রাণহানির তালিকায় আরও ১৩৯ জন ।। লালমোহন বিডিনিউজ
করোনায় প্রাণহানির তালিকায় আরও ১৩৯ জন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে। এছাড়াও একই সময়ে সারাদেশে ৭৩২টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ৩১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ৪ হাজার ৮০৪ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে দাঁড়ালো।
রবিবার (২২ আগস্ট) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।