রবিবার, ২২ আগস্ট ২০২১
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে সেতুর অভাবে বিপাকে ৪ গ্রামের মানুষ : কাঠের সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার || লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে সেতুর অভাবে বিপাকে ৪ গ্রামের মানুষ : কাঠের সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন : দীর্ঘদিনের দাবির পরও চরফ্যাশন উপজেলার আসলামপুর বাদশা মিয়ার খালের ওপর আজও পাকা সেতু নির্মিত হয়নি। এ অবস্থায় কাঠ ও বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে এলাকাবাসী। কিন্তু এ সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে মালামাল পরিবহনে ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে। তাই অবিলম্বে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে তারা।
জানা যায়, আসলামপুর ইউনিয়নের আসলামপুর ও খতেজা বাগ গ্রামসহ আশপাশের অনন্ত চারটি গ্রামের মানুষ ৩০ ফুট দীর্ঘ সেতুটি ব্যবহার করে। এলাকাবাসীর পক্ষ থেকে ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনের সংসদ সদস্য,আসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে পাকা সেতু নির্মাণের দাবি জানানো হলেও আজও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে সেতুটি পার হওয়ার সময় আতঙ্কে থাকলেও কিছু করার নেই বলে জানান খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোতাহার হোসেন। স্থানীয় সমাজসেবক মো. কাজল চকিদার বলেন, ‘উপজেলা সদরে ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াত, মামলা মোকদ্দমাসহ নিত্যপ্রয়োজনীয় যেকোনো কাজে এ কাঠ ও বাঁশের তৈরি জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে খালের এ পারের মানুষদের চলাচল করতে হয়। তিনি অভিযোগ করে বলেন,ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছি চেয়ারম্যান বলেছেন এটা কালভার্টের মাপে হলে আমি করে দিতাম। এটা এলজি-ই-ডি থেকে করতে হবে।
অন্যদিকে চরফ্যাশন ও লালমোহন উপজেলার যাতায়াতে ‘বেতুয়া খালের’ উপর সেতু নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিন দাবী করলেও কেউ শুনে কার কথা। লালমোহন লর্ডহাডিঞ্জ ফাতেমাবাদবাসী ও চরফ্যাশনের আসলামপুরবাসী সেতুটি নির্মাণের জন্য ভোলাা ৪আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাদয়ের কাছে দাবী জানাচ্ছেন।
আসলামপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম জানান, মন্ত্রী মহাদয়ের নলেজে আছে। তারপরও গ্রামবাসীর দিকে চেয়ে আমি আবার মন্ত্রী মহাদয়কে স্মরণ করিয়ে দিবো।