বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবকের লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহনে যুবকের লাশ উদ্ধার || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে মো. রাজিব (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯) দুপুরে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড লাঠিরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজিব ওই এলাকার আঃ কুদ্দুস এর ছেলে।
রাজিবের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বিয়ে করে রাজিব। জীবিকার তাগিদে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতো সে। সেখান থেকে সপ্তাহ খানেক আগে বাড়ি আসে সে।
গতকাল বুধবার বিকেলে ঘর থেকে বাইরে গেলে হঠাৎই মাথা ঘুরে পড়ে যায় রাজিব।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার সকাল ৯টায় হাসপাতালেই মৃত্যু হয় তার।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করে যে, রাজিব বিষ বা ঔষধ জাতীয় কিছু খাওয়ার কারণে বিষক্রিয়ার সৃষ্টি হলে তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার সকালে মারা যায় সে।
পরিবারের সংবাদের ভিত্তিতে সকালে তার মরদেহ উদ্ধার করে ভোলায় প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান থানার এ কর্মকর্তা।