বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী আটক
ভোলায় ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যাবসায়ী আটক
ভোলা সংবাদদাতা :ভোলায় ৪ কেজি গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভোলা ইলিশা ফেরি ঘাট থেকে তাকে আটক করা হয়। আটকৃতর নাম আব্দুস সালাম (২৬)। সেই চাপাইনবাবগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার নৌশেদ আলীর ছেলে।
ভোলা ডিবির ওসি মোবাশ্বের আলী জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ সালামকে আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে তিনি জানান।