বুধবার, ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ‘তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’-প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
‘তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার’-প্রধানমন্ত্রী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : উন্নয়নের সুফল যেন তৃণমূলের মানুষও পায়। বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধাবার (১৮ আগস্ট) সকালে সচিবদের সাথে বৈঠকে একথা বলেন তিনি।
সব সচিবকে নিয়ে চার বছরের বেশি সময় পর রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে বৈঠক করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন সরকার প্রধান।
বৈঠকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন বৃথা না যায়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।
তিনি বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান মাথায় রেখেই উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করতে হবে। আমাদের একটাই লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষগুলোর যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়।
তিনি আরও বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগটা যেন পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।