মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহানুর বেগম (৪০) নামে এক গৃহবধূ কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার ভাসুর শফিজল চৌকিদারের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই গ্রামের জালাল আহমদ চৌকিদার বাড়ির মো. শাহে আলমের স্ত্রী। বর্তমানে লালমোহন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আহতের সূত্রে জানা যায়, শফিজল চৌকিদারের সাথে গৃহবধূ শাহানুর বেগমদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে ২০১৫ সাল থেকে আদালতে মামলা চলমান। রায় হওয়ার আগ পর্যন্ত আদালতের নির্দেশনানুযায়ী যার যার ভোগদখলীয় অবস্থানে রয়েছেন তারা।
আজ মঙ্গলবার সকালে নিজেদের ভোগদখলীয় জমিতে লোক দিয়ে কাজ করানোর সময় কাজের লোককে তাড়িয়ে দেয় শফিজল চৌকিদার ও তার লোকজনেরা। এনিয়ে জিজ্ঞেস করতে গেলে শফিজল, তার স্ত্রী ময়ফুল, মেয়ে ইয়ামিন ও ছেলে নজরুল মিলে হামলা ও ব্যাপক মারধর করে।
তাদের হামলায় আহত হয়ে লালমোহন থানায় আসলে প্রথমে তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে শফিজল চৌকিদার বলেন, শাহানুরকে মারধরের ঘটনাটি মিথ্যে।
আদালতের নির্দেনানুযায়ী আমরা নিজেদের ভোগদখলে রয়েছি। তবে আমাদের জমি দখলের উদ্দেশ্যে আজ লোক দিয়ে কাজ করানো শুরু করে শাহানুর। বাঁধা দিতে গেলে নিজেই কাদামাটিতে গড়াগড়ি করে মিথ্যে আহতের নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, শাহানুর নামে ওই মহিলা থানায় এসেছিল। তাকে আগে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে, পরে এসে অভিযোগ দিতে বলা হয়েছে।