সোমবার, ১৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
সোমবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে পৌর ৪নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। সাকিল ওই এলাকার সিকদার বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বোরহানউদ্দিন থানার এসআই মো. ফখরুল হাসান লিখনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বোরহানউদ্দিন পৌরসভা ৪নং ওয়ার্ডের সিকদার বাড়ির নিজ ঘর থেকে মো. সাকিল কে আটক করেন।
এসময় তার কাছ থেকে ৭৪পিস ইয়াবা ও দেড়শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় সাকিলের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১, তারিখ-১৬ আগস্ট। এ মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ প্রকিয়াধীন।