রবিবার, ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত ।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরে আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা ও অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
আলোচনা সভা পরবর্তী ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।