রবিবার, ১৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শােক দিবস উদযাপিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দিনের প্রথম প্রহরে আওয়ামীলীগ কার্যালয়ে কালো পতাকা ও অর্ধনমিত করে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার শাহাদাৎবার্ষিকীতে জন্মদিন পালন করে ১৮ কোটি বাঙালীর হৃদয়ে রক্তক্ষরণ করেছেন খালেদা জিয়া। যার এসএসসি সনদ, বিয়ের কাবিননামা ও পাসপোর্টে এক একটি জন্ম তারিখ। অথচ ১৫ আগস্ট মিথ্যে জন্মদিন পালন করছেন তিনি।
এসময় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনকের শাহাদাৎবার্ষিকীতে যারা মিথ্যে জন্মদিন পালন করে, তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাদ দেয়ারও দাবি জানান এমপি শাওন।
পরে বঙ্গবন্ধু জীবনী নিয়ে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, লালমোহন সদর হাসপাতালে অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহবায়ক আবুল হাসান রিমনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠেন নের্তবৃন্দরা।