শনিবার, ১৪ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » লালমোহনে বাস-বোরাক মুখোমুখি সংঘর্ষ, আহত-৬ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে বাস-বোরাক মুখোমুখি সংঘর্ষ, আহত-৬ || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে যাত্রীবাহি বাস ও বোরাকের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবুগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নাজমা বেগম (৪২), শাহিন (১৮), সাইফুল (২০), সবুজ (১৮), মো. সোহেল (২২) ও জাকিয়া (১৭)। আহতরা সকলেই বোরাকের যাত্রী এবং এদের মধ্যে নাজমা ও জাকিয়া চ চরফ্যাশন পৌর ৪নং ওয়ার্ড ও অন্যরা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাসিন্দা।
আহতদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করা হয়।
আহত ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন থেকে বিয়েতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বোরাক নিয়ে লালমোহনের উদ্দেশ্যে আসছিলেন তারা। পরে আবুগঞ্জ বাজার এলাকার দ্বীপ উন্নয়ন সোসাইটির সামনে এলে চরফ্যাশনগামী দ্রুতগামী (পাবনা জ-০২২৯) যাত্রীবাহি বাস ধাক্কা দেয়। এতে অটো থাকা ৬ যাত্রী গুরুত্বর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে আহতদের কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভোলায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।