শুক্রবার, ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি ।। লালমোহন বিডিনিউজ
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি ।। লালমোহন বিডিনিউজ
লালমােহন বিডিনিউজ, ডেস্ক : ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ও প্রবাসে জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনারসহ মোনাজাত করা হবে।
সকাল দশটায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাত করা হবে।
সব মন্ত্রণালয়ও কর্মসূচি পালন করবে। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি রয়েছে।