বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ‘নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা’-শিক্ষামন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
‘নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা’-শিক্ষামন্ত্রী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও জানান, সংক্ষিপ্ত সিলেবাস ও অ্যাসাইনমেন্টের ওপর ভিত্তি করে পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন, নেপথ্যে থেকে দেশের জন্য কাজ করে গেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট যখন তৈরি করা হয়েছিল, তখন বঙ্গমাতার বিরুদ্ধেও নানা অপপ্রচার করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে থাকার দুঃসময়ে কর্মীদের নির্দেশনা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।