বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » দেশের স্বাধীনতাকে যারা মানতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করেছিল-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
দেশের স্বাধীনতাকে যারা মানতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করেছিল-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই মোশতাক গংদের সহযোগিতায় ও বিপথগামী কিছু সামরিক অফিসারদের কে সাথে নিয়ে সেদিন জাতির পিতাকে হত্যা করেছিল। শুধু জাতির পিতাকেই তারা হত্যা করেনি, বাংলাদেশের গণতন্ত্র কেও তারা হত্যা করেছিল।
সকালে ভোলার তজুমদ্দিনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শ্রমিকলীগের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার অবর্তমানে আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জাতির পিতার আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির রায় কার্যকর করে দেশে হত্যার রাজনীতি কে নিরুৎসাহিত করেন।
উপজেলা শ্রমিক লীগ সভাপতি টুটুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাসেম মহাজনসহ আরও অনেকে।