বুধবার, ১১ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » চরফ্যাশনে জাল নোটসহ দুইজন আটক ।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে জাল নোটসহ দুইজন আটক ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১০ আগস্ট) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার আসলামপুর ইউনিয়ন থেকে জাল টাকা চক্রের সক্রিয় ওই দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন: মো: দুলাল (৩০) ও হেলাল তালুকদার (৩৫)। এর মধ্যে দুলালের বাড়ি সদর উপজেলায় ও হেলালের বাড়ি চরফ্যাসনে।
ভোলা র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) এর অতিরিক্ত পুলিশ সুপার মো: রাজিব ফরহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় ৪০টি ১ হাজার টাকার জাল নোট ও ২০টি ৫০০ টাকার জাল নোটসহ মোঃ দুলাল ও হেলাল তালুকদার নামে জাল টাকা চক্রের সক্রিয় ওই দুই সদস্যকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।