মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নগদ’র মাধ্যমে ২ হাজার দুস্থকে প্রধানমন্ত্রীর উপহার ।। লালমোহন বিডিনিউজ
নগদ’র মাধ্যমে ২ হাজার দুস্থকে প্রধানমন্ত্রীর উপহার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ২ হাজার দুস্থ নারীকে দুই হাজার টাকা করে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে এই উপহার দেয়া হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
দুই হাজার টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে প্রত্যেকের অ্যাকাউন্টে অতিরিক্ত ৩০ টাকা করে দেয়া হয়েছে। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে এমন মহতী উদ্যোগে যুক্ত হতে পেরে নগদ পরিবার গর্বিত বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।
তিনি বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে ‘নগদ’ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে। ‘নগদ’ সব সময়ই জনহীতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে। আমাদের এমন অনুসরণীয় কাজের ফলে দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা সর্বপরী প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে আমার বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।