সোমবার, ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চুরি হওয়া গরু উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে চুরি হওয়া গরু উদ্ধার ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার লালমোহনে একটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে গরুটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের মোঃ নুরু মিয়ার খোয়ারের ৪টি গরুর মধ্যে একটি গরু চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুনসুর আলীর ছেলে সিরাজের কাছে ওই গরুটি পাওয়া যায়।
লালমোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল কালাম জানান, ফরাজগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার মোঃ সালাউদ্দিন শামিম ও ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ শাকিল এসে জানান, তাদের এলাকার একটি চুরি হওয়া গরু আমার এলাকার সিরাজের কাছে পাওয়া গেছে।
এদিকে সিরাজকে জিজ্ঞেস করলে সে জানায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফারুক নামে এক ব্যাপারীর কাছ থেকে গরুটি কিনেছে সে।
তাই গরুর ব্যাপারী ফারুক খবর দিয়ে আনা হয় এবং ফয়শালার স্বার্থে সিরাজকে ওই গরু স্থানীয় চৌকিদারের কাছে গচ্ছিত রাখতে বললে সে তাতে রাজি হয়নি। পরে থানার আশ্রয় নেয়া হলে গরু ও ব্যাপারী ফারুক কে থানায় নিয়ে যায় পুলিশ।
গরু উদ্ধারের বিষয়টি জানিয়ে লালমোহন থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, গরুর মালিক ও যার কাছে পাওয়া গেছে, উভয় পক্ষকেই ওসি স্যার থানায় ডেকেছেন।