রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিধিনিষেধ শিথিলে প্রজ্ঞাপন ।। লালমোহন বিডিনিউজ
বিধিনিষেধ শিথিলে প্রজ্ঞাপন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
রবিবার জারিকৃত এই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকরি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণ পরিবহন চলতে পারবে। তবে সড়ক পথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। শপিংমল-দোকান সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার শিল্প কারখানা চালু থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরা অর্ধেক আসন খালি রেখে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে অনুসরণ করতে হবে। গণ পরিবহণ, বিভিন্ন দপ্তর মার্কেট এবং বাজারসহ যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাইয়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে।