রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গমাতার আদর্শ ও ত্যাগ বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
বঙ্গমাতার আদর্শ ও ত্যাগ বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা-এমপি শাওন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি। তাই দেশের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস যুগিয়েছেন বঙ্গমাতা।
বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালী বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, ১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিপলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তাঁর নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তাঁর এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এর আগে বঙ্গমাতার জন্মাদিন উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিনে ১৪নারীর মাঝে সেলাই বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।