রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলাে ৭ নারী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেলাে ৭ নারী ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে লালমোহনে সেলাই মেশিন পেয়েছে ৭জন নারী্।
রবিবার (৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে “বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান”এ ৭ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশ ও দেশের মানুষকে নিজের পরিবার ভেবেছেন তিনি। তাই দেশের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুকে সর্বদা সাহস যুগিয়েছেন বঙ্গমাতা।
এমপি শাওন আরও বলেন, ১৯৬৬ সনে ৬ দফা আন্দোলনে জনসমর্থন আদায় ও জনগণকে উদ্বুদ্ধ করতে লিপলেট হাতে রাস্তায় নেমেছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলার জনগণ তাঁকে বঙ্গমাতা উপাধীতে ভূষিত করে। বঙ্গমাতার নিজের অলঙ্কার বিক্রি করে সংগঠনের প্রয়োজনীয় চাহিদা মিটিয়েছিলেন তিনি। তাঁর এ আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত বাঙ্গালী নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেয়ে আনন্দিত আমিরজান বেগম, রওশন আরা বেগমসহ এ ৭ নারী।
মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অফিসার ইনচার্জ (ওসি) মাে. মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ।